ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ৯ জুন ২০২২ | আপডেট: ২০:৪১, ৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

দুই অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার ও কেমার রোচকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বৃহস্পতিবার এই দল ঘোষণা করা হয়।

আগামী ১৬ জুন অ্যান্টিগার নর্থ সাউণ্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। সরাসরি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

সিডব্লিউআই-এর পক্ষ থেকে বলা হয়, নিজ থেকেই বিশ্রাম নিয়েছেন হোল্ডার আর হ্যামস্ট্রিং ইনজুরি থেকে থেকে সেরে উঠেছেন রোচ। ইংলিশ কাউন্টি সারেতে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অভিজ্ঞ এই পেসার।

সিডব্লিউআই বলছে, রোচ ম্যাচ চলাকালীনই একটি ফিটনেস টেস্ট দিবে এবং এতে পাস করলে তাকে দলে যোগ করা হবে।

এদিকে, হোল্ডার-রোচকে ছাড়া অনভিজ্ঞ দল হলেও আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে কোনও ছাড় না দেওয়ার ঘোষণাই দিয়েছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। বরং সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করাই লক্ষ্য স্বাগতিকদের। চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত সাত ম্যাচ খেলে দুই জয়ে ষষ্ঠস্থানে রয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে চাই। ঘরের মাঠের সুবিধা নিয়ে দুই টেস্ট জিতে পুরো পয়েন্ট  সংগ্রহটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এদিকে, ১২ সদস্যের এই টেস্ট দলে অভিজ্ঞ হোল্ডার-কেমার রোচদের জায়গায় তিন নতুন মুখ- উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মতি ও পেসার এন্ডারসন ফিলিপ।  

ঘরের মাঠ এবং বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ফেভারিট হিসেবেই শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় ক্রেইগ ব্রাথওয়েটের দল।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল: 
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড, এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, এন্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জেডেন সিলেস, ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ণ চন্দরপল, শিরমন লুইস।

এদিকে, অনভিজ্ঞ দল হলেও ২০২১ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ৩৯৫ রানের বিশাল টার্গেট স্পর্শ করে ৩ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা। ব্যাট হাতে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেন কাইল মায়ার্স। প্রথম ব্যাটার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে অভিষেকেই ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

এছাড়া ২০১৮ সালে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের চার ইনিংসে ১৬৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। এমনকি সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয় টাইগাররা।

২০১৮ সালের সেই সফরেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও অধিনায়কত্বে ফিরছেন তিনি। ব্যাটিং ফর্ম ফিরে পেতে অধিনায়কত্ব ছেড়ে দেন মোমিনুল হক। এতে তৃতীয়বারের মত টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরলেন সাকিব।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের প্রথম দিনেই মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে পড়লে প্রথমবারের মত টেস্ট অধিনায়ক হন সাকিব। সাকিবের অধীনে সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। প্রথমবারের মত অধিনায়কত্ব পেয়ে সিরিজটি স্মরণীয় করেই রেখেছেন তিনি।

তবে ২০১৮ সালের ওই সিরিজের দুঃস্বপ্নকে মুছে দিয়ে সাকিব এবার সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারেন কি-না, সেটাই এখন দেখার বিষয়।

মূলত এই ফরম্যাটের ব্যর্থতাকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন যুগের সূচনার লক্ষ্যেই সাকিবকে অধিনায়ক করেছে বিসিবি। এরও আগে উইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের দল ঘোষণা করে বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), ইয়াসির আলি, লিটন দাস, মোসাদ্দেক হোসাইন সৈকত, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসাইন, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসাইন ও নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসাইন ধ্রুব, ইয়াসির আলি, নাজমুল হোসাইন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মাহেদি হাসান, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি