ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

টানা দ্বিতীয় জয় পর্তুগালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১০ জুন ২০২২

উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল। ২-০ গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর দল হারিয়েছে চেক রিপাবলিককে।

এই জয়ের সুবাদে দুই নম্বর গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার রাতে শীর্ষে উঠে গেছে তারা। অথচ আসরে তাদের শুরুটা হয়েছিল ড্র দিয়ে।

এ ম্যাচে পর্তুগালের জয়ের নায়ক জোয়াও কানসেলো ও গানসালো গেদেস।

ম্যাচে সহজ জয় পেলেও প্রথম গোলের দেখা পেতে কিছুটা সময় লেগেছে তাদের। ৩৩ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বের্নার্দো সিলভার বাড়ানো বল ধরে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কানসেলো (১-০)।

তবে ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি রোনালদোর দলের। পাঁচ মিনিট পর ডি বক্সে বল পেয়ে গেদেস চমৎকার শটে বল জালে পাঠাতে ভুল করেননি (২-০)।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি