ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের অনবদ্য ইনিংসের পর এবাদতের তোপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১২ জুন ২০২২ | আপডেট: ০৯:০৯, ১২ জুন ২০২২

এবাদত হোসাইন ও তামিম ইকবাল

এবাদত হোসাইন ও তামিম ইকবাল

Ekushey Television Ltd.

অ্যান্টিগায় তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিং করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৩৬ রান যোগ করেই প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। তামিমের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১০ রান তুলে ফেলে টাইগাররা। 

জবাব দিতে নেমে এবাদত হোসাইনের তোপের মুখে পড়ে উইন্ডিজ বোর্ড একাদশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১০৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। 

এর আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে লড়েছেন শুধু তামিম ইকবাল। তার ব্যাটিং অনুশীলনই পরিপূর্ণ হয়েছে। বাকিদের মধ্যে নাজমুল হোসাইন শান্ত হাফ সেঞ্চুরি করেন। আর কারো ব্যাটিং প্রস্তুতি ভালো হয়নি।

শনিবার দ্বিতীয় দিনের খেলার শুরুতে ব্যাটিংয়ে নামেন তামিম ও মোসাদ্দেক হোসাইন সৈকত। ১৯ রান করে মোসাদ্দেক ক্যাচ দেন রোস্টন চেইজের হাতে। তারপর রেজাউর রহমান রাজা ব্যাটিংয়ে নামেন। তিনি ৪ বল খেলে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে তামিমও ছিলেন অবিচল। ১৬২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এ ওপেনার। তিনি মেরেছেন ২১টি চার ও ১টি ছয়।

এছাড়া বাংলাদেশের পক্ষে শান্ত ৫৪, লিটন ৪, ইয়াসির আলী ১১, নুরুল হাসান সোহান ৩৫, মেহেদী হাসান মিরাজ ৭, মোসাদ্দেক ১৯ রান করেন। স্বাগতিকদের পক্ষে লুইস ২টি, ম্যাকসুয়েন, মাইন্ডলে, চালর্স, ওয়ারিকান, ক্যারিয়াহ ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ২ বল পর্যন্ত অনায়াসে খেলে দেন উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের দুই ব্যাটার ত্যাগিনারায়ণ চন্দরপল ও সলোজানো।

দু’জনের জুটি ভাঙতে পাঁচ বোলারকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত রেজাউর রহমান রাজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫৯ রান করা চন্দরপল।

দুই ওপেনারের ১০৯ রানের জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেট জুটি ভাঙতে আর বেশি সময় নেননি পেসার এবাদত হোসাইন। দলীয় ১৫৫ রানে ৪৬.২ ওভারের মাথায় ২৭ রান করা ইমলাককে এলবিডব্লুর ফাঁদে ফেলেন টাইগার পেসার।

একই ওভারের পরের বলে শূন্য রানে বিদায় করেন আথানজিকে। এবাদতের তোপ সামলাতে ব্যর্থ হন আরেক ব্যাটার রোস্টন চেজও। দলীয় ১৬৭ রানের মাথায় ক্যাচ দেন লিটন দাসের হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশ সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৭১ রান। দ্রুত তিন উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার সলোজানো। ১০ চারে ১৭৪ বলে অপরাজিত আছেন ৮৩ রানে। তার সঙ্গী অধিনায়ক ইয়ানিক ক‍্যারিয়াহর আছেন ২১ রানে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি