ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুর্দান্ত জয়ের পর জরিমানা গুণতে হল ইংল্যান্ডকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

নটিংহ্যাম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত  এক জয় পেয়েছে  স্বাগতিক  ইংল্যান্ড। শেষ দিন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকসের ব্যাটিং নৈপূণ্যে ২৯৯ রানের টার্গেট স্পর্শ করে অবিস্মরণীয় জয় তুলে নেয় ইংলিশরা। টেস্ট জয়ের আনন্দে যখন ভাসছে ইংল্যান্ড, তখনই দুঃসংবাদ শুনতে হলো তাদের। 

ধীর গতির বোলিংয়ের জন্য ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পয়েন্ট কেটে নেয়া হয়েছে  ইংল্যান্ডের। 

নির্ধারিত সময়ে  দুই ওভার কম বোলিং করেছে ইংল্যান্ড।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রত্যেক ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শর্তাবলীর ১৬.১১.২ ধারায় বলা আছে, প্রত্যেক ওভার পিছিয়ে থাকার জন্য দলের এক পয়েন্ট কাটা যাবে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে ভুল শিকার করে নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

ধীর-গতির জন্য এর আগেও পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড। এই নিয়ে মোট ১২ পয়েন্ট হারালো দলটি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচে ৩ জয়, ৭ হার ও ৪ ড্রতে ৪০ পয়েন্ট অষ্টমস্থানে এখন ইংল্যান্ড। নয় দলের মধ্যে  ৮ ম্যাচে ১ জয়, ৬ হার ও ১ ড্রতে ১৬ পয়েন্ট ও ১৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি