ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু উদ্বোধন হবে। বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে।  

সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’।

টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। সিরিজের অফিসিয়াল লোগোতে ঠাঁই পেয়েছে পদ্মা সেতুর অবয়ব। লোগোতে থাকা বলের ঠিক ওপরেই পদ্মা সেতুর প্রতিকৃতি ছবি দেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। 

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। এরপর রয়েছে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি