ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব ফুটবলে ৩২ দল চূড়ান্ত, কে কোন গ্রুপে জেনে নিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২২’র আসর। সাধারণত বছরের মধ্যাহ্নের সময় এ মহাযজ্ঞের আয়োজন করা হয়। তবে মরুতীর্থ কাতারের তীব্র গরমের কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালে। তাই এবার বিশ্বকাপ মাঠে গড়াবে নভেম্বর-ডিসেম্বরে।

এ প্রতিযোগিতার তালিকায় থাকা ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূল পর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব। কেবল স্বাগতিক দেশ হিসেবে সরাসরি মূলপর্বে অংশগ্রহণের টিকেট পেয়েছে কাতার। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাই পর্ব পেরিয়ে পেয়েছে টিকিট।

বাছাই পর্বে অংশ নিয়েছে আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীনে দেশগুলো।

সুযোগ পাওয়া এ ৩২ দেশ আট গ্রুপে ভাগ হয়ে লড়বে গ্রুপ পর্বের লড়াই। ইংরেজি বর্ণমালার প্রথম ৮ বর্ণ- এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ অনুসারে গ্রুপগুলো চিহ্নিত করা হয়। কোন গ্রুপে কে থাকবে তা লটারির মাধ্যমে গত এপ্রিলেই নির্ধারণ করা হয়েছে।

দেখে নেয়া যাক গ্রুপ অনুযায়ী বিশ্বকাপের ৩২ দলের তালিকা-

গ্রুপ এ কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান
গ্রুপ সি আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব
গ্রুপ ডি ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া
গ্রুপ ই জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা
গ্রুপ এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো
গ্রুপ জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি