ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১৬ জুন ২০২২ | আপডেট: ২০:০২, ১৬ জুন ২০২২

তামিম ইকবাল খান

তামিম ইকবাল খান

Ekushey Television Ltd.

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের প্রথম টেস্ট। যে ম্যাচে টস জিতে সফরকারী দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

এবার অবশ্য ভালো শুরুর আশায় আছে টাইগাররা। সাকিবের নেতৃত্বে সিরিজে লড়াই জমাতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন সহযোগী স্পন্সর হিসেবে থাকছে।

তবে চলমান ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুকে দিয়ে। সিরিজের নাম রাখা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

শুধু তা-ই নয়, টেস্ট সিরিজের অফিশিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি শোভা পাচ্ছে। বুধবার পদ্মা সেতুর নামে সিরিজের নামকরণের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। তিনি কিপিং করবেন, তাই লিটন দাসকে ফিল্ডিং করতে হবে।

হজের কারণে ছুটি নেয়া মুশফিকুর রহিম না থাকলেও তামিম, মুস্তাফিজদের নিয়ে গড়া বাংলাদেশ দলের সুযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বিতা গড়ার। 

তবে টপ অর্ডারে মোমিনুল হক, নাজমুল হোসাইন শান্তর রানে ফেরাও খুব জরুরি বাংলাদেশ দলের জন্য। দলীয়ভাবে জ্বলে উঠতে পারলেই ক্যারিবিয়ানদের নাড়িয়ে দিতে পারবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসাইন ও খালেদ আহমেদ।

এদিকে, একজন লেগস্পিনার এবং দুইজন সিমিং অলরাউণ্ডার ও তিন পেসারসহ মোট ছয় বোলার নিয়ে বোলিংয়ে নামছে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে লেগস্পিনার গুদাকেশ মতি-কানহাইয়ের।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেয়মন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (কিপার), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস, গুদাকেশ মতি-কানহাই।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি