ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

প্রথম ছয় ব্যাটারকেই সেঞ্চুরি করতে হবে: ডোমিঙ্গো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২০ জুন ২০২২ | আপডেট: ১২:২৪, ২০ জুন ২০২২

রাসেল ডোমিঙ্গো ও সাকিব আল হাসান

রাসেল ডোমিঙ্গো ও সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাাসানের হাফ-সেঞ্চুরিতে একশ’র নীচে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দলের ত্রাণকর্তা সেই সাকিব। 

এবার অবশ্য উইকেটরক্ষক নুরুল হাসানকে সঙ্গী হিসেবে পান তিনি। দু’জনই ব্যক্তিগত ষাটের ঘরে আউট হন। কিন্তু সাকিব-নুরুলের এই ৬০ প্লাস রানের ইনিংসে মোটেও খুশি নন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। তার মতে, ব্যাটারদের ৬০ রানের ইনিংস আমাদের ম্যাচ জেতাবে না।

প্রথম ইনিংসে বাংলাদেশের ছয় ব্যাটারই শূন্য রানে আউট হন। যার ফলে ৪৫ রানেই ৬ উইকেট হারায় তারা। স্বীকৃত ব্যাটাররা ব্যর্থ হলেও, ছয় নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নেন সাকিব। তার ৫১ রানের সুবাদে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের টপ-অর্ডার বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। এবার ১০০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।

এবারও ব্যাট হাতে অবিচল থাকেন সাকিব। প্রথম ইনিংসে সঙ্গ না পেলেও, দ্বিতীয় ইনিংসে নুরুলকে পাশে পান এই বাঁহাতি ব্যাটার। তাতেই সেঞ্চুরির জুটি গড়ে তোলেন সাকিব। নিজেদের ব্যক্তিগত সেঞ্চুরির ইঙ্গিতও দিচ্ছিলেন দুজনে। কিন্তু সাকিব ৬৩ ও নুরুল ৬৪ রানে আউট হন। এতে ২৪৫ রান তুলে ইনিংস হার এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে বাধ্য করে বাংলাদেশ।

তবে দলের ব্যাটারদের কাছ থেকে সেঞ্চুরির চান ডোমিঙ্গো। তার মতে, ৬০ রানের ইনিংস ম্যাচ জেতাবে না দলকে। খেলা শেষে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব-নুরুল ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপ-অর্ডার ব্যাটারদের দেখিয়েছে, কী করা উচিত ছিল। কিন্তু দুজনই নতুন বলে আউট হয়েছে। দু’জনই ৬০ রানের ঘরে আউট হয়েছে। তবে ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দু’জন ৬০ রানের ইনিংস খেলেছে। দু’জনের কেউই সেঞ্চুরি করেনি। এটাই মূল কথা।’

ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আসলে দলের ব্যাটিং ভালো হয়নি। দুই ইনিংসেই অনেক আলগা শট খেলেছে তারা। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা, সেই ভুলের খেসারত দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস তলানিতে। মোমিনুল-শান্তর মত বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসী নয়। ক্রিকেটে আত্মবিশ্বাস বড় ব্যাপার এবং এই মুহূর্তে নিজেদের ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পাচ্ছে না তারা।’

সেইসঙ্গে অধিনায়ক সাকিবের ব্যাটে সেঞ্চুরি চান ডোমিঙ্গো। কিভাবে সেঞ্চুরি করা যায় সেই টোটকাও দিলেন কোচ। ডোমিঙ্গো কলেন, ‘সবসময় ভালো রান করার জন্যই খেলে সাকিব এবং আমরা চাই না সে স্লগ করুক, চাই ভালো শট খেলুক। আমার মনে হয়, সে বোলারদের ওপর চাপ তৈরি করতে চায়। কিন্তু সে জানে যে, প্রাথমিক ধাপ কাটিয়ে উঠতে পারলে আরও ভালোভাবে ব্যাট করতে পারবে সে।’

তিনি আরও বলেন, ‘সেঞ্চুরি পাবার জন্য যথেষ্ট ভালো ব্যাটার সে এবং তাকে সেঞ্চুরি করতে হবে। এখন সে সাত নম্বরে ব্যাটিং করছে কিন্তু নিশ্চিতভাবে সে ছয় নম্বরে ব্যাট করবে এবং প্রথম ছয় ব্যাটারকেই সেঞ্চুরি করতে হবে। তাই আক্রমণ ও রক্ষণে ভারসাম্য খুঁজে পেতে হবে সাকিবকে। মাঝেমধ্যে আক্রমণাত্মক খেলল। কিন্তু তাকে মাথা ও শরীরের অবস্থান ঠিক রাখতে হবে, কারণ সে একজন সামর্থ্যবান ব্যাটার। যা ইতোমধ্যেই দেখিয়েছে সে।’

সাকিব-নুরুল বাদে বাকী ব্যাটাররা খারাপ করলেও বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এ ব্যাপারে ডোমিঙ্গো বলেন, ‘দুই ইনিংসেই দারুণ বোলিং করেছে তারা। এমন মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২৬০ রানের আশেপাশে থামানো দারুণ কাজ। গত কয়েক দিনে বোলারদের চেষ্টা নিয়ে খুব গর্বিত। খালেদ দ্বিতীয় ইনিংসে ভালো বল করেছে এবং ভালো কয়েকটি উইকেট পেয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি