ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২২ জুন ২০২২

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের সিরিজের  বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সেন্ট লুসিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

আগামী ২৪ জুন  সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হয়ে যাওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেট হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। 

সিরিজ হার এড়াতে হলে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। 

ব্যাটারদের ব্যর্থতাতেই প্রথম টেস্ট হারতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৪৫ রানেই  ৬ উইকেট হারিয়ে শেষ  পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম টেস্ট শেষে সাকিব বলেছিলেন, “আমরা যদি নিজেদেরকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম, তবে ভালো হতো। ৬ উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়াটা ভালো বিষয় নয়। প্রথম সেশনই আমাদের ম্যাচটা শেষ করে দিয়েছে।”

অধিনায়ক আরও বলেছিলেন, “টেস্টে আমাদের প্রতিনিয়তই ধ্বস নামছে। এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাই মোদ্দ কথা।”

প্রথম টেস্ট হেরে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। ৯ ম্যাচে ১টি জয়, ৭টি হার ও ১টি ড্রতে ১৬ পয়েন্ট টাইগারদের। জয়ের শতাংশ ১৪ দশমিক ৮১। 

অপরদিকে ৮ ম্যাচে ৩টি করে জয়-হার ও ২টি ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের শতাংশ ৪৩ দশমিক ৭৫। 

৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ৭২ পয়েন্ট অস্ট্রেলিয়ার। জয়ের শতাংশ ৭৫।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি