ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুইন্ডন টাউন ক্লাবের কোচ হলেন জেমি ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

মাত্র ৯ মাসের মাথায় নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। ইংল্যান্ডের চতুর্থ টায়ারের দল সুইন্ডন টাউন ফুটবল ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে প্রধান কোচের ভূমিকায় তাকে দেখা যাবে না, দায়িত্ব নিয়েছেন সহকারী কোচের।

বৃহস্পতিবার (২৩ জুন) জেমি ডে'র যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিশ্চিত করেছে সুইন্ডন টাউন ফুটবল ক্লাব। বর্তমানে ক্লাবটি ইংল্যান্ডের চতুর্থ টায়ারের লিগ টু'তে খেলছে।

নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত জেমি ডে। নতুন ক্লাবকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চান তিনি। দলের প্রধান কোচ স্কট লিন্ডসের সঙ্গে জুটি বেঁধে সফলতা এনে দিতে চান জেমি। 

বাংলাদেশের সঙ্গে জেমি ডে'র শেষটা সুখকর ছিল না। গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই ছুটিতে পাঠানো হয় তাকে। পরবর্তীতে জেমিকে চুক্তি অনুযায়ী মাসিক বেতন দেয়া হলেও জাতীয় দলের দায়িত্বে আর ফেরানো হয়নি। জেমি ডে তাই নিজের নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। 

২০১৮ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৭ সালে ইংলিশ ক্লাব গিলিংহ্যামের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি