ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৬ জুন ২০২২

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও খেলবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করা হয়েছে। সেখানে নিজেদের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে পাকিস্তান।

অক্টোবরের প্রথম সপ্তাহে এ ত্রিদেশীয় প্রতিযোগিতা শুরু হতে পারে। 

সেখানে দলগুলো একে অপরের সাথে দুইবার করে মোকাবেলা করবে। সেক্ষেত্রে ফাইনালে উঠলে পাঁচটি ম্যাচ খেলতে পারবে দলগুলো।

এএইচএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি