ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টেক্টর-ঝড়ের পর ভারতের বিস্ফোরক ব‍্যাটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৭ জুন ২০২২

ভারতের বিপক্ষে অনেকটা একাই লড়াকু ঝোড়ো ব্যাটিং করে আয়ারল‍্যান্ডকে একশ ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছিলেন হ‍্যারি টেক্টর। তবে বৃষ্টির জন‍্য ছোট হয়ে আসা এই ম‍্যাচে বিস্ফোরক ব‍্যাটিংয়ে আইরিশদের সেই পুঁজিকেই মামুলি বানিয়ে ফেললেন দিপক হুডা, হার্দিক পান্ডিয়া, ইশান কিষানরা। এই ত্রয়ীর তাণ্ডবে সহজেই ম্যাচ জিতল ভারত।

ডাবলিনের দ্য ভিলেজে রোববার প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটেই জিতেছে সফরকারীরা। ১২ ওভারে আয়ারল‍্যান্ডের দেয়া ১০৯ রানের লক্ষ্যটা ভারত ছাড়িয়ে গেছে মাত্র ৯.২ ওভারেই। 

টেস্ট সিরিজ খেলার জন‍্য ইংল‍্যান্ডে প্রস্তুতি নিচ্ছে ভারতের একটি দল। তাই নিয়মিতদের অনেকেই নেই এই টি-টোয়েন্টি দলে। তারপরও আয়ারল‍্যান্ডের তুলনায় শক্তি-সামর্থ‍্যে বেশ এগিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। ম‍্যাচে তারই প্রমাণ রেখে ভারত এগিয়ে গেল দুই ম‍্যাচের সিরিজে। 

বৃষ্টির জন‍্য ম‍্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে। তাই ম‍্যাচের দৈর্ঘ‍্য নেমে আসে ১২ ওভারে। টস হেরে ব‍্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম তিন ব‍্যাটারের কেউই যেতে পারেননি দুই অঙ্কে। একটি করে চার মেরে থেমে যান পল স্টার্লিং ও গ‍্যারেথ ডেলানি। রানের খাতাই খুলতে পারেননি অ‍্যান্ডি বালবির্নি। দারুণ এক ডেলিভারিতে আইরিশ অধিনায়ককে বোল্ড করে দেন ভুবনেশ্বর কুমার। 

দ্বিতীয় ওভারে ক্রিজে যাওয়া হ্যারি টেক্টরের ব‍্যাটে গতি পায় আয়ারল‍্যান্ডের ইনিংস। ২৯ বলে পঞ্চাশ স্পর্শ করা এই মিডল অর্ডার ব‍্যাটার চড়াও হন অভিষিক্ত উমরান মালিক, পান্ডিয়া, আভেশ খান ও আক্সার প‍্যাটেলের ওপর। 

শেষ পর্যন্ত ৩৩ বলে তিন ছক্কা ও ছয়টি চারের মারে প্রায় দুইশ স্ট্রাইক রেটে তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে। অন‍্য ব‍্যাটাররা মিলে ৩৯ বলে করেন কেবল ৩৪ রান! এর মধ‍্যে দুই ছক্কায় লোরকান টাকারের রান ১৬ বলে ১৮। 

দারুণ বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ১টি উইকেট। ভুবনেশ্বর কুমার ৩ ওভারে এক উইকেট নেন ১৬ রান দিয়ে। পান্ডিয়াও ১তি উইকেট নিলেও রান দেন ২৬টি। আর অভিষেকে নিজের একমাত্র ওভারে গতিময় পেসার উমরান মালিক দেন ১৪ রান। 

তবে রান তাড়ায় ইশানের ব‍্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ছন্দে থাকা ওপেনার দুই ছক্কা ও তিন চারে ১১ বলে করেন ২৬ রান। তাকে বোল্ড করার পরের বলেই সূর্যকুমার যাদবকে এলবিডব্লিউ করে ভারতকে একটা ধাক্কা দেন ক্রেইগ ইয়াং।

তবে এই ধাক্কায় টলে যাওয়ার মতো দল নয় ভারত। দিপক হুডা ও পান্ডিয়ার ব‍্যাটে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা। যদিও তিন ছক্কা ও এক চারে ১২ বলে ২৪ রান করা অধিনায়কের বিদায়ে ভাঙে ৬৪ রানের এই জুটি।

তবে দিনেশ কার্তিককে নিয়ে বাকি কাজটুকু সারেন দিপক। ওপেনিংয়ে নেমে ২৯ বলে দুই ছক্কা ও ছয় চারে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। যদিও ম্যাচ সেরা হন যুজবেন্দ্র চাহালই।

মঙ্গলবার (২৮ জুন) একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি