ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙালেন রাফায়েল নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৯ জুন ২০২২ | আপডেট: ১০:২২, ২৯ জুন ২০২২

উইম্বলন্ডস টেনিসে জয় দিয়ে নিজের প্রত্যাবর্তন রাঙালেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। ফ্রান্সিসকো সেরুন্দলোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।

২০১৯ সালের পর উইম্বলডনে খেলছেন এখানে দুবারের চ্যাম্পিয়ন নাদাল। এবারের আসরেও তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। কিন্তু ইনজুরিকে বুরো আঙ্গুল দেখিয়ে মূল টুর্নামেন্টে ফিরে দুর্দান্ত শুরু করলেন স্প্যানিস তারকা। 

প্রথম দুই সেট হারের পর দারুনভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টাইন তরকা ফ্রান্সিসকো সেরুন্দলো। জিতে নেন তৃতীয় সেট। তবে চতুর্থ সেট ৬-৪ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন রাফায়েল নাদাল। 

এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা ২২-এ নিয়ে গেছেন নাদাল। এখন তিনি ছুটছেন গ্র্যান্ড স্ল্যামের দিকে।

একই দিন মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পোলিশ তারকা ইগা শিয়াওতেক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি