ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারের কাছে যেতে ছুটি চান সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২৯ জুন ২০২২ | আপডেট: ১৪:২৭, ২৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় সাকিব আল হাসানের না থাকার গুঞ্জন সত্যি হলো। মৌখিকভাবে ছুটির কথা বোর্ডকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। 

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই বোর্ডের কাছে মৌখিকভাবে পরিবারের কাছে ফিরে যাওয়ার আবেদন করেছেন টেস্ট দলপতি সাকিব।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাকিব ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছে, তবে এ বিষয়ে বোর্ড সভাপতিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”

২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ।
এএইচএস / এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি