ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্যাটারদের কাছে পাওয়ার হিটিং চান সিডন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ৩০ জুন ২০২২

জেমি সিডন্স

জেমি সিডন্স

ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হারের পর এখন টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নামার অপেক্ষায় টাইগাররা। শনিবার (২ জুলাই) রাতে ডমিনিকায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

টেস্ট সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দল। তাই বিশ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি চান ব্যাটিং কোচ জেমি সিডন্স। বোলারদের ওপর আস্থা রাখলেও মূল চ্যালেঞ্জটা ব্যাটিংয়েই দেখছেন তিনি। তবে স্কোরবোর্ডে বিশাল রান তুলতে হবে- এমনটা মনে করেন না সিডন্স।

অস্ট্রেলিয়ান এই কোচ বলেন, ‘জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো আমাদের খুব বেশি দীর্ঘকায় গড়নের খেলোয়াড় নেই। তাই অন্যভাবে উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না। দলে পাওয়ার হিটার না থাকায় স্কিল হিটিংয়ে মনোযোগী হতে হবে ব্যাটারদের।’

সাকিব, নাসুম, মোস্তাফিজ, শরিফুল, তাসকিনদের নিয়ে গড়া বোলিং লাইনআপেই ভরসা পাচ্ছেন সিডন্স। তিনি বলেন, ‘আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, অনেক বেশি রান করতে হবে। একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এজন্য সিঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’

সাকিব-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে সিঙ্গেলস, চার ও ছক্কার সমন্বয় দেখতে চান সিডন্স। ব্যাটিং কোচ বলেন, ‘ব্যাটিংয়ে একটা ব্যালেন্স থাকতে হবে। আমরা যদি অনেক বাউন্ডারি মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি, পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে স্কোর বোর্ডে ভালো রান জমা হবে। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের পাহাড়সম রান করার দরকার নেই।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি