ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাদালের রেকর্ডের দিনে মেয়েদের এককে অঘটন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১ জুলাই ২০২২

রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল

লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসকে হারিয়ে ১১তম বারের মতো উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠলেন রাফায়েল নাদাল। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই স্প্যানিয়ার্ড একইসঙ্গে গড়েছেন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়ের রেকর্ডও।

ছেলেদের এককে রেকর্ড বাইশবারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল বৃহস্পতিবার রাতের ম্যাচে প্রথম দুটি সেট ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেটে অবশ্য ৬-৪ ব্যবধানে হেরে যান বেরানকিসের কাছে।

বৃষ্টির কারণে চতুর্থ সেট কোর্টে গড়াতে দেরি হয়। পরে অস্থায়ী ছাদের নিচে খেলা হয়। সেটটি ৬-৩ ব্যবধানে জিতে ৩০৭তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়ের কীর্তি গড়েন নাদাল। আর সেইসঙ্গে মার্টিনা নাভ্রাতিলোভাকে ছাড়িয়ে তিনি এখন বনে গেলেন চতুর্থ সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়ী খেলোয়াড়।

সবচেয়ে বেশি সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জিতেছেন রজার ফেদেরার (৩৬৯)। এরপর রয়েছেন সেরেনা উইলিয়ামস (৩৬৫) ও নোভাক জোকোভিচ (৩৩০)।

ছেলেদের এককের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে ৬-২,৬-৩ ও ৭-৫ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা গ্রিকম্যান স্টেফানো সিটসিপাস।

এদিকে, মেয়েদের এককে ঘটেছে অঘটন। র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা দিয়েছেন যুক্তরাজ্যের কেটি বোল্টার। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জিতেছিলেন প্লিসকোভা।

পরের সেটে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে উইম্বলডনে খেলতে আসা বোল্টার টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন। তৃতীয় সেটে প্লিসকোভাকে স্তম্ভিত করেন ২৫ বছর বয়সী বোল্টার। র‍্যাঙ্কিংয়ের ১১৮তম স্থানে থাকা বোল্টার গত মঙ্গলবার মারা যাওয়া তার দাদীকে জয়টি উৎসর্গ করেন।

১৯৯৭ সালে মেয়েদের এককে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন মার্টিনা হিঙ্গিস। এবার তাকে ধরে ফেলেছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সুয়েটেক। র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নেদারল্যান্ডসের লেসলি পাত্তিনামা কেরখোভকে হারিয়েছেন। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটে একই ব্যবধানে হারেন সুয়েটেক। তৃতীয় সেটটি তিনি ৬-৩ ব্যবধানে জিতে নেন।

রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে প্রথম রাউন্ডেই বিদায় করেছিলেন ফ্রান্সের হারমনি তান। দ্বিতীয় রাউন্ডে স্পেনের সারা সোরিবেস তোরমোকে ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের ১১৫তম অবস্থানে থাকা তান।

রোমানিয়ার আনা বোগদানকে ৬-১ ও ৭-৬(৭-৫) ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে গেছেন দুইবারের উইম্বলডন শিরোপা জয়ী চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি