ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উম্বলডনে দুর্বার গতিতে ছুটছেন জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২ জুলাই ২০২২

উম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে মিওমির কেচমানোভিচকে সরাসিরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ।

উইম্বলডন নিজের সপ্তম শিরোপার লক্ষ্যে দুর্বার গতিতে ছুটেছেন ৩৫ বছর বয়সি সার্ভিয়ান তারকা। 

সেন্টার কোর্টে স্বদেশি কিংবদন্তির সামনে দাঁড়াতেই পারেনি তরুণ কেচমানোভিচ। প্রথম সেট হারেন ৬-০ ব্যবধানে। পরের দুই সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে জোকোভিচের অভিজ্ঞতার সামনে সেটা কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। 

দ্বিতীয় সেট ৬-৩ ও তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে শেষ ষোলোয় পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ।

শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ২৭তম বাছাই লরেঞ্জো সনেগোর বিপক্ষে সেন্টার কোর্টে নামবেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি