ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপর্যয়ের মাঝেই পন্টের সেঞ্চুরি, প্রথম দিন ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২ জুলাই ২০২২

ঝোড়ো সেঞ্চুরির পথে পন্টের একটি পুল শট

ঝোড়ো সেঞ্চুরির পথে পন্টের একটি পুল শট

Ekushey Television Ltd.

করোনার থাবায় থমকে যাওয়া সিরিজের পঞ্চম টেস্টের শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় শতরানের আগেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল সফরকারী দল। সেখান থেকেই ঋষভ পন্টের ব্যাটে ঘুরে দাঁড়ায় জাসপ্রিত বুমরাহর দল। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ট। সেইসঙ্গে গড়েছেন দারুণ এক রেকর্ড।

শুক্রবার এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে ভারত। পন্টের পাশাপাশি ভারতের এই সংগ্রহের পথে অবদান রাখেন রবীন্দ্র জাদেজাও। ৮৩ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। তার সঙ্গী মোহাম্মদ শামি শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

এদিন টস হারা ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। হনুমা বিহারি, বিরাট কোহলি কিংবা শ্রেয়াশ আয়াররাও পারেননি হাল ধরতে। ফলে ৯৮ রানেই ৫ উইকেট খুইয়ে বসে সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের বোলারদের দর্শক বানিয়ে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যান পন্ট ও জাদেজা।

এই দুজনে মিলে যোগ করেন মহামূল্যবান ২২২ রান। উড়তে থাকা পন্টকে থামান জো রুট। তার আগে ১১১ বলে ১৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। ১৯টি চারের পাশাপাশি ছিল ৪টি ছয়ের মার মেরে সেঞ্চুরি করেন মাত্র ৮৯ বলে। আর তাতেই মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেছেন পণ্ট।

পন্টের বিদায়ের পর শার্দুল ঠাকুরও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ১ রানে বেন স্টোকসের শিকার হন এই অলরাউন্ডার। তবে অন্যপ্রান্তে অবিচল থাকেন রবিন্দ্র জাদেজা। এই বাঁহাতির ১৬৩ বলের ইনিংসে আছে ১০টি চারের মার।

এদিকে, প্রথম দিনে ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমস অ্যান্ডারসন। ৫২ রানে এই তারকা পেসার নেন ৩টি উইকেট। এছাড়া ম্যাথু পটসের শিকার ২টি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি