ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হজ পালনে সৌদি আরবে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এর আগে মুশফিক ওমরাহ করেছিলেন। এবারই প্রথম হজ পালন করবেন এই ক্রিকেটার।

শনিবার রাতে ফেসবুকে ছবি পোস্ট করেন। ছবিতে কাবা শরিফের সামনে ইহরাম বাধা অবস্থায় তাকে দেখা গেছে। সবার থেকে দোয়া চেয়েছেন মুশফিক।

পহেলা জুলাই সৌদি আরবের উদ্দেশ‌্যে ঢাকা ছাড়েন মুশফিক।

পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর। এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। 

এবার হজ পালন করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি দারুণ ফর্মে থাকা এই ব্যাটসম্যান। সাদা পোশাকে তার অভাব অনুভব করেছে গোটা দল। ইনিংসের মধ্যভাগে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। 

তার জায়গায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যারাই খেলেছেন ভালো পারফর্ম করতে পারেননি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি