ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

উইম্বলডনে অঘটনের জন্ম দিলেন কহনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৩ জুলাই ২০২২

উইম্বলডনে অঘটনের জন্ম দিলেন ফ্রান্সের আলিজি কহনে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা মেয়েদের র‌্যাঙ্কিয়ের এক নম্বর খেলোয়ার ইগা শিয়াওতেককে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন ৩৭ নম্বর খেলোয়াড়।

টানা সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে দুর্বার গতিতেই ছুটছিলেন শিয়াওতেক। ফেভারিট হিসেবেই শুরু করেন উইম্বলডন। প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতে ছাড়িয়ে যান মেয়েদের এককে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড।

শনিবার তৃতীয় রাউন্ডে পোলিশ তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারান ৩২ বছর বয়সী কহনে। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ৬-৪ গেমে শেষ হয় প্রথম সেট। দ্বিতীয় রাউন্ডে আর ঘুরে দাঁড়াতে পারেননি এই পোলিশ তারকা। ৬-২ গেমে হেরে আসর থেকে দিয়ায় নিলেন তিনি। 

তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে অ্যানিসিমোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন কোকো গাউফ। 

এদিকে, ছেলেদের এককে লরেঞ্জো সোনেগোকে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি