ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেষ আটে জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৪ জুলাই ২০২২

উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে টিম ভ্যানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন র‌্যাংকিং সেরা নোভাক জোকোভিচ।

তবে প্রি-কোয়ার্টার ফাইনালে কঠিন লড়ায়ের মুখে পড়তে হয় বিশ্বের এক নম্বর তারকাকে। প্রথম সেট ৬-২ গেমে জিতলেও পরের সেটে হারতে হয় ৪-৬ গেমে। অবশ্য তৃতীয় এবং চতুর্থ সেটে আর সুযোগ দেননি জোকোভিচ। 

তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শেষের দুই সেট ৬-১ ও ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখলেন এই সার্বিয়ান তারকা। 

ঘাসের কোর্টে টানা ২৫ ম্যাচে জয় এবং ১৩তম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জোকোভিচ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি