ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

মোসাদ্দেককে বোলিং না দেয়া নিয়ে রিয়াদের ‘খোড়া যুক্তি’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৪ জুলাই ২০২২

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

২৬ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান মিলে যোগ করেন ৭৪ রান। তবে ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে উইন্ডিজকে বড় স্কোরের ভিত গড়ে দেয়া এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসাইন। দুবার রিভার্স সুইপ খেলার চেষ্টা করা পুরান আউট হন লেগ বিফোরের ফাঁদে পড়ে।

শুধু ব্রেক থ্রু এনে দেয়াই নয়, ওই ওভারে কোনো রানই খরচ করেননি মোসাদ্দেক। অফ স্পিন করে মেডেন নেন তিনি। 

কিন্তু অবাক করা বিষয় হলো, ইনিংসে আর একটি ওভারও বোলিং পাননি মোসাদ্দেক। তার তৈরি মোমেন্টামটাও হারিয়ে যায়। শুরু হয় রোভম্যান পাওয়েলের ব্যাটিং ঝড়। যাতে ১৯৩ রানে পৌঁছে যায় স্বাগতিকদের স্কোর। ফলে ডমিনিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে।

ম্যাচ শেষে মোসাদ্দেককে বোলিং না দেয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। রিয়াদ বলেন, ‘মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রোভম্যান পাওয়েল ছিল, ক্রিজের দুজনই তখন ডানহাতি ব্যাটার (আরেকজন ব্র্যান্ডন কিং)। আর ওপাশটার বাউন্ডারি একটু ছোট ছিল, তাই ঝুঁকি নেইনি।’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘ওই সময় তাসকিনকে বোলিংয়ে আনি আর অন্য পাশ থেকে সাকিব বোলিং করছিল। এ কারণে দেখবেন যে, সাকিবকে কিছুটা পরে বোলিংয়ে আনি যখন পুরান ব্যাটিং করছিল। পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে।’

এদিকে মুনিম শাহরিয়ার এই ম্যাচটা খেলতে পারেননি পিঠের ইনজুরির কারণে। তাই একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ জানান, ‘সকালে জানতে পারি মুনিমের পিঠের ইঞ্জুরি সমস্যা করছে। এ কারণে সে একাদশে ছিল না। যেহেতু মুনিম নেই, আমরা চিন্তা করেছি মোসাদ্দেককে সুযোগ দিতে পারি। লিটন নিয়মিত ওপেনার, ওপেনিং স্লটে ও ব্যাট করতে পারবে। এটাই পরিবর্তনের মূল কারণ।’

আর কৌশলগত কারণে বাঁহাতি স্পিনার নাসুমকে একাদশের বাইরে রাখা হয়েছিল বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘দুদিন টানা বৃষ্টির কারণে পিচ কভারের নিচে ছিল। পরে দেখলাম উইকেট ভালো, রোদও ছিল। ভালো উইকেটে তো ফাস্ট বোলারই লাগবে। এ কারণে এদিন নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছি। এটা কৌশলগত কারণেই ছিল।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি