ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গায়ানায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৫ জুলাই ২০২২

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে ডোমিনিকা থেকে গায়ানায় পোঁছেছে বাংলাদেশ ক্রিকেট টিম।

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় ফেরিতে গিয়েছিলেন টাইগাররা। প্রায় পাঁচঘণ্টা সাগরপাড়ি দিতে বেধেছিল লঙ্কাকাণ্ড। সেই জার্নির ভয়াবহ অভিজ্ঞতায় এবার ডোমেস্টিক ফ্লাইটে পাঠানো হয় তাদের। 

তবে এবার দেড় ঘণ্টার প্লেনযাত্রা ছিল স্বস্তির। 

গায়ানায় দুদিনের অনুশীলন করবে টিম বাংলাদেশ। ৭ জুলাই মাঠে গড়াবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। আর তিন ম্যাচ সিরিজের সবকটি ওয়ানডেও হবে গায়ানাতেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি