ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ আটে নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ৫ জুলাই ২০২২

উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন রাফায়েন নাদাল।

পঞ্চম রাউন্ডে ওঠার প্রতিযোগিতায় সেন্টার কোর্টের প্রথম সেট জমে ওঠে দারুণভাবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬-৪ গেমে সেটটি জিতে নেয় নাদাল। 

পরের সেটে অবশ্য তেমন কোনো বাধা সৃষ্টি করতে পরেনি ডাচ তারকা জ্যান্ডসচাল্প। 

তবে তৃতীয় সেটে আবারও জমিয়ে তোলে র‌্যাঙ্কিয়ের ২৫ নম্বর খেলোয়াড়। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ৭-৬ গেমে জিতে ২৩তম গ্র্যান্ড স্লামের পথে আরও একধাপ এগিয়ে গেল স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি