ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবের এমন ইনিংস কোনো কাজের না: আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৫ জুলাই ২০২২

আশরাফুল ও সাকিব

আশরাফুল ও সাকিব

ডমিনিকায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও ব্যর্থ হন ব্যাটাররা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো উইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। উইন্ডসর পার্কে আগে ব্যাট করে ক্যারিবিয়ানরা ৫ উইকেটে ১৯৩ রান তোলে। জবাবে সাকিব আল হাসানের অর্ধরশতকের পরও ১৫৮ রানের বেশি তুলতে পারেনি ৬ উইকেট হারানো বাংলাদেশ।

একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন সাকিব। মেরেছেন ৫টি চার ও ৩টি ছয়। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। প্রায় পুরো ইনিংস ব্যাট করেন বাঁহাতি এই অলরাউন্ডার।

কিন্তু তার এবং অন্যদের ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। কারণ ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমেও ব্যাটারদের মধ্যে জয়ের তাড়না ছিল না। ব্যাটিংয়ের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। পরাজয় যখন নিশ্চিত, তখনই শেষ দিকে কয়েকটি বড় শট খেলেন সাকিব।

এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, সাকিব যেটা খেলেছেন, টি-টোয়েন্টিতে এমন ইনিংস কোনো কাজে লাগে না। রান রেটের কথা মাথায় রেখে ব্যাটিং করতে হবে ব্যাটারদের। টি-টোয়েন্টি গতিময় খেলা। এখানে উইকেট পড়ার হিসেব করে খেললে চলবে না।

সাকিবের ওই ইনিংস প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘খেলতে হবে মূলত রানরেটের কথা মাথায় রেখে। কতগুলো উইকেট পড়ল এসব দেখলে চলবে না। আসলে আমাদের কোনো পাওয়ার হিটার নেই। এ কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা পিছিয়ে যাচ্ছি।’

আশরাফুলের কথাগুলো যথার্থই। টি-টোয়েন্টিতে সাকিবের নবম হাফ সেঞ্চুরিটি শুধু তার ব্যক্তিগত অর্জনের খাতায় যোগ হয়েছে। দলের হিসেব করলে সেটি শুধুই হারের ব্যবধান কমিয়েছে। এর বাইরে ম্যাচে এই ইনিংসের কোনো প্রভাবই ছিল না।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সাকিবের কোনো মন্তব্য বা জবাব পাওয়া যায়নি। ৭ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। দেখা যাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি