ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোহলির দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়বক বাবর আজম। এর আগে  এ রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। 

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১,০১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। এবার কোহলির এই রেকর্ডকে টপকে গেলেন বাবর।

অনেক ক্ষেত্রেই বিভিন্ন সময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করে থাকেন ক্রিকেট বিশেষষজ্ঞরা। কোহলির রেকর্ড ভাঙ্গতে পেরে খুশি বাবর এ অর্জনকে অনেক পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছিলো টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সর্বশেষ অবস্থান। সেখানে শীর্ষস্থান ধরে রেখে কোহলির রেকর্ড ভাঙ্গেন বাবর। তবে এই রেকর্ডের কথা জানতেন না বাবর।

শ্রীলংকা সফরের আগে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, ‘সম্প্রতি কোহলির আরও একটি রেকর্ড ভেঙেছেন আপনি।’

প্রশ্ন শেষ হবার আগেই বাবর জিজ্ঞাসা করেন, ‘কোনটি?’

এরপর প্রশ্নকর্তা বলেন, ‘সবচেয়ে বেশি দিন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার।’ প্রশ্ন শুনে বাবর বলেন, ‘ও আচ্ছা’। 

এরপর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবর জানান, ‘এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এখানে। এজন্যই এটা করতে পেরেছি। সবসময়ই চেষ্টা থাকে ভালো পারফরমেন্স করার।’

শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়, ওয়ানডেতেও শীর্ষে আছেন বাবর। তবে টেস্টে চার নম্বরে আছেন তিনি।

আগামীকাল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচও রয়েছে পাকিস্তানের।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি