ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলংকায় সিরিজ জিততে প্রস্তুত পাকিস্তান: বাবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৬ জুলাই ২০২২

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ জিততে পুরোপুরি প্রস্তুত বলে জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের এ কথা জানান  বাবর। 

শ্রীলংকার কন্ডিশনে প্রতিপক্ষের স্পিনারদের সামলাতে আলাদা প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের ব্যাটাররা। এছাড়া সিরিজে ভালো করতে দলের পেসারদের টিপস দিয়েছেন দেশটির সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। তাই এবার  টেস্ট সিরিজে পেসারদের দিকে তাকিয়ে বাবর। 

এ বছর মাত্র একটি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। গত মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিযার  বিপক্ষে  তিন ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে হারে পাকিস্তান। 

এ বছর দ্বিতীয়বারের মত টেস্ট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। সিরিজটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তৃতীয়স্থান ধরে রাখার মিশন নিয়ে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে তারা। সিরিজ জয়ের লক্ষ্য পাকিস্তানের। 

পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, “দল যদি পরিকল্পনার অনুযায়ী খেলতে পারে, নিশ্চিত শ্রীলংকার তারুণ্য নির্ভর  দলটির বিপক্ষে ভালো করবো। প্রতিটি দলই নিজেদের মাটিতে ভালো পারফর্ম করছে। তারপরও আমরা প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার চেষ্টা করবো।”

“আমরা সামর্থ্য অনুযায়ী খেলবো এবং ব্যাটিং শক্তিকে কাজে লাগাবো। লংকান স্পিনারদের সামলাতে আলাদা প্রস্তুতিও নিয়েছে দল।”
 
বাবর বলেন, “শ্রীলংকার কন্ডিশন সম্পর্কে  জানি। যা পাকিস্তানের মতোই। তাই শ্রীলংকার স্পিন খেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি, সকলেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খেলবে এবং দলের সিরিজ জয়ে অবদান রাখবে।”

শ্রীলংকার উইকেট স্পিন বান্ধব হলেও পাকিস্তানের পেসাররাই ভালো করবে বলে মনে করেন বাবর। 

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-শ্রীলংকা টেস্ট সিরিজে জ্বলে উঠতে পারেনি দু’লের পেসাররা। তবে নিজ দলের পেসারদের নিয়ে আশাবাদি বাবর, “অস্ট্রেলিয়া-শ্রীলংকার মধ্যকার ম্যাচে যদি পেস বোলাররা কমও উইকেট পায়, এর মানে এই নয় আমাদের পেসাররাও পারফর্ম করতে পারবে না। শ্রীলংকার উপর চাপ তৈরি করতে আমাদের পেস আক্রমণ যথেষ্ঠ শক্তিশালী।”

শ্রীলংকা সফরকে সামনে রেখে রাওয়ালপিন্ডিতে ক্যাম্প করেছে পাকিস্তান। সেই ক্যাম্পে এসে পাকিস্তান পেসারদের টিপস দিয়ে গেছেন শোয়েব। এ ব্যাপারে বাবর বলেন, ”শোয়েব ভাইর কাছ থেকে প্রয়োজনীয় টিপস পেয়েছে পেসাররা। আশা করি, তার টিপস ও অনুপ্রেরণা শ্রীলংকার বিপক্ষে ভালো করতে সহায়তা করবে।”

গলে ১৬ জুলাই থেকে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। ২৪ জুলাই কলম্বোতে শুরু  হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

টেস্ট সিরিজের আগে ১১ জুলাই থেকে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি