তৃতীয় টি২০: লড়াই এবার গায়ানায়
প্রকাশিত : ১০:৪৩, ৭ জুলাই ২০২২
ডমিনিকায় প্রথম টি২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেখানে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের লড়াই এবার গায়ানায়।
প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি২০। সিরিজটা ড্র করতে চাইলে জিততেই হবে বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ক্যারিবিয়ানরা। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
টি২০ সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়।
দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ বোলারদের হতাশ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। স্বাগতিকরা ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয়।
বাংলাদেশ দলনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, “১৬০-১৭০ রান করতে পারলে বোলাররা তা ডিফেন্ড করতে পারবে। হয়তো আগের ম্যাচে পেস বোলাররা ভালো করেনি। কিন্তু অনেক ম্যাচেই বোলাররা প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পারছে।”
টি২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুবই নাজুক। এখন পর্যন্ত ১২৭ ম্যাচ খেলে ৮০টিতেই পরাজয় জুটেছে বাংলাদেশের, আর জয় মাত্র ৪৪টি।
দলের পেস বোলার মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের মূল সমস্যা মানসিকতায়। অন্য দলের ব্যাটাররা দেখবেন ৭-৮টা বলে রান না পেলেও আবার ঠিকই ফিরে আসে, আক্রমণ করে। বোলারদের কথা যদি বলেন, দু-একটা বল খারাপ করেও অন্য দেশের বোলাররা দ্রুত ফিরে আসে। আমার মনে হয় আমরা এই জায়গাতে পিছিয়ে। আমরা দ্রুত ভেঙে পড়ি এবং দ্রুত খারাপ অবস্থা থেকে ফিরতে পারি না।”
বৃহস্পতিবার শেষ টি২০ ম্যাচটা জিতে সিরিজ ড্র করতে চান বামহাতি এই পেস তারকা।
এসএ/