বাংলাদেশি বোলারদের চাপে ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত : ২৩:৩৫, ১০ জুলাই ২০২২ | আপডেট: ০০:২৩, ১১ জুলাই ২০২২
ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ দিচ্ছেন বোলাররা। শুরু থেকেই চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৩৩.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান।
গায়ানার প্রভিডেন্স পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রায় সোয়া দুই ঘণ্টা পিছিয়ে যাওয়া ম্যাচটিতে ইনিংসপ্রতি খেলা হবে ৪১ ওভার করে।
এই ম্যাচে বাংলাদেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পেয়েছেন এরই মধ্যে ২২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার হাতেই প্রথম ওভার তুলে দেন তামিম ইকবাল।
বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্সের বিপক্ষে প্রথম ওভারে কোনো রান খরচ করেননি নাসুম। তবে একটি ওয়াইড বল করায় প্রথম ওভারটি মেইডেন পাননি তিনি। নাসুমের দারুণ ওভারের পর দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোস্তাফিজুর রহমান।
এ বাঁহাতি পেসারের প্রথম বলটি ছিল মিডল স্টাম্পের ওপর ইনসুইঙ্গার। যা খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত শাই হোপ (০)। তার ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। বাংলাদেশ পায় প্রথম সাফল্য।
সেই চাপ পরে ধরে রেখেছেন তাসকিন, মিরাজরাও। হাত খুলে খেলতে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা। প্রথম ১০ ওভারে মাত্র ৩০ রান তুলতে পারে স্বাগতিক দল।
কাইল মায়ার্স আর শামারাহ ব্রুকস শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলেন। দ্বিতীয় উইকেটে ৬১ বল খেলে ৩১ রানের ধীরগতির জুটি গড়েন তারা।
১২তম ওভারে এই জুটিটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। তার দুর্দান্ত ঘূর্ণিতে কিছুই বুঝে ওঠার আগে স্টাম্প চলে গেছে মায়ার্সের। মায়ার্স আউট হন ২৭ বলে ১০ করে। এরপর অল্প সময়ের ব্যবধানেই আরও দুই উইকেটের পতন।
এসএ/