ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১২ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৩০, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দিনেশ চান্দিমালের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভর করে এসেছিল বড় লিড। আর তার ওপর দাঁড়িয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ফের ধসিয়ে দিলেন প্রবাথ জয়াসুরিয়া। অভিষেক টেস্টে তার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা।

গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের জয় ইনিংস ও ৩৯ রানে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয়ে দুই টেস্টের সিরিজটি শেষ হলো ১-১ সমতায়।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে প্রথম ইনিংসে ৩৬৪ রান করা অস্ট্রেলিয়াকে সোমবার দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৫১ রানে গুটিয়ে দিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ৫৫৪ রান করে ১৯০ রানের লিড নিয়েছিল লঙ্কানরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের ৫৫৪ শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংস। আগের সেরা ৫৪৭ রান। এই দুইবারই দলটির বিপক্ষে পাঁচশ রান ছাড়াতে পেরেছে তারা।

রেকর্ড সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় অবদান রাখেন চান্দিমাল। ১১৮ রান নিয়ে এদিন খেলতে নেমে অপরাজিত থাকেন তিনি ২০৬ রান নিয়ে। ৩২৬ বল ও ৫৪৪ মিনিট স্থায়ী ইনিংসে ৫ ছক্কার সঙ্গে মারেন ১৬টি চার।

ক্যারিয়ারে আগের ১২ সেঞ্চুরির চারটিতেই দেড়শ পার করেছিলেন চান্দিমাল। যেখানে দুইবার ছিলেন অপরাজিতও। কিন্তু ডাবল সেঞ্চুরি পাওয়া হচ্ছিল না তার। এবার সেই স্বাদ পেলেন তিনি। গড়লেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের কীর্তিও। ২০০৭ সালে কুমার সাঙ্গাকারার ১৯২ রান ছিল আগের সেরা।

পরে সব আলো যেন কেড়ে নিলেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া লঙ্কান বোলার দ্বিতীয়ভাগেও নিলেন ৬টি। ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে টেস্ট অভিষেকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ শিকারের রেকর্ড গড়েন তিনি। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের অ্যালফ ভ্যালেন্টাইনের ১১ উইকেট ও ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমার ১১ উইকেট ছিল আগের সেরা। অভিষেক ম্যাচে ১০ উইকেট নেই আর কোনো বাঁহাতি স্পিনারের।

৬ উইকেটে ৪৩১ রান নিয়ে খেলতে নেমে দিনের প্রথম ঘণ্টা কাটিয়ে দেন চান্দিমাল ও রমেশ মেন্ডিস। দুইজনের ৬৮ রানের জুটি ভাঙে স্টার্কের বলে রমেশ এলবিডব্লিউ হলে।
সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৮১ ওভারে ৫৫৪ (আগের দিন ৪৩১/৬) (চান্দিমাল ২০৬*, রমেশ ২৯, থিকশানা ১০, জয়াসুরিয়া ০, রাজিথা ০; স্টার্ক ২৯-৩-৮৯-৪, কামিন্স ৩০-৫-৯৫-২, লায়ন ৬৪-৫-১৯৪-২, গ্রিন ৬-০-২০-০, সোয়েপসন ৩৮-২-১০৮-২, হেড ৮-০-২৭-০, লাবুশেন ৬-০-১৬-০)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪১ ওভারে ১৫১ (ওয়ার্নার ২৪, খাওয়াজা ২৯, লাবুশেন ৩২, স্মিথ ০, হেড ৪, গ্রিন ২৩, কেয়ারি ১৬, স্টার্ক ০, কামিন্স ১৬, লায়ন ৫, সোয়েপসন ০; রাজিথা ৫-১-১৬-০, থিকশানা ৫-০-২৮-২, রমেশ ১৫-২-৪৭-২, জয়াসুরিয়া ১৬-২-৫৯-৬)

ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ৩৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: প্রবাথ জয়াবিক্রমা

সিরিজ: ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায়

ম্যান অব দা সিরিজ: দিনেশ চান্দিমাল
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি