ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিপিএলে খেলবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সাকিব আল হাসান। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। আইপিএলের গত আসরে খেলেননি তিনি। শুধু আইপিএল নয়, খেলা হয়নি দেশের বাইরের অন্য কোনো টি-টোয়েন্টি লিগেও। বিদেশি ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসরে অনেক দিন ধরেই খেলছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তার নতুন দল।

শোনা যাচ্ছে, আসন্ন এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই সিপিএলে খেলতে যাবেন বাঁহাতি এ ক্রিকেট সুপারস্টার। ইতিমধ্যে সিপিএলে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তিনি। 

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আগামী ৩১ আগস্ট পর্দা উঠবে এই ক্যারিবিয়ান ফ্র‍্যাঞ্চাইজি লিগের। তবে সিপিএলের শুরু থেকে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। তার আগে ২৭ আগস্ট মাঠে গড়়াবে এশিয়া কাপ। শেষ হবে ১১ সেপ্টেম্বর। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ করে তবেই সিপিএলে খেলতে যাবেন সাকিব।

সিপিএল শেষ হবে ১ অক্টোবর। তবে বিশ্রাম পাবেন না সাকিব। কেননা পরপরই পাকিস্তানকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। টুর্নামেন্টটি শুরু হবে ৭ অক্টোবর। ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর।

এরপর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসরের।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি