ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের মাটিতে নজির গড়তে চায় ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতের সামনে এবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। বৃহস্পতিবার ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরবে সফরকারীরা। একইসঙ্গে রোহিত শর্মার দলের সামনে থাকছে মাইলস্টোনের হাতছানিও।

এখনও পর্যন্ত ইংল্যান্ডে এসে স্বাগতিকদের মাত্র দুইবার ওয়ানডে সিরিজে হারিয়েছে ভারত। তাই আজ জিতলেই তৃতীয়বার ইংল্যান্ডের মাটিতে তাদের হারানোর নজির গড়বে ভারত। মূলত সেই লক্ষ্যেই খেলতে নামবে রোহিত ব্রিগেড।

সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ক বলেছিলেন, তার দল একদিনের সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলবেন। কিন্তু ব্যাটে-বলে যে ভারতীয় ক্রিকেট দল এতটাই আগ্রাসন দেখাবেন- সেটা হয়তো ভাবতেই পারেননি ইংলিশ ক্রিকেটাররা।

ওভালে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্য়াচে ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে গুড়িয়ে দিয়েছে ভারত। জাসপ্রীত বুমরাহ (৬ উইকেট), মোহাম্মদ শামিদের (৩ উইকেট) দাপটে ক্রিজে টিকতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। 

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপরাজিত ৭৬ রান এবং শিখর ধাওয়ানের অপরাজিত ৩১ রানে ভর করে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।

প্রথম ম্যাচটি হারার ফলে এখন দ্বিতীয় একদিনের ম্যাচে ঘুরে দাঁড়ানোটাই জস বাটলারদের জন্য বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে সিরিজের দ্বিতীয় একদিনের ম্য়াচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্য়ান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৬টায়।

একদিকে টি-টোয়েন্টি সিরিজের ধারা বজায় রেখে দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জিতে নিতে চাইছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাল্টা প্রত্যাঘাত করতে তৈরি হচ্ছে ব্রিটিশ লায়ন্সরা। সিরিজ বাঁচিয়ে রাখতে যে এই ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে।

এদিকে, এই ম্যাচেও হয়তো পাওয়া যাবে না বিরাট কোহলিকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোহলির না খেলার সম্ভাবনাই বেশি। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডে মিস করেন অন্যতম সেরা এই ব্যাটার। তবে ম্যাচের আগে কোহলি খেলার অবস্থায় থাকলে, ছিটকে যেতে হবে শ্রেয়াস আইয়ারকে। এছাড়াও দুর্দান্ত ছন্দে রয়েছে মেন ইন ব্লু। জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তারা।

ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দলটির। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি/শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্ট (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য):
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, ক্রেইগ ওভারটন/স্যাম কারান, ব্রাইডন কারস, রিস টপলে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি