ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এজন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড- এসএলসি। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা এবং লাসিথ এম্বুলডেনিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় প্রবাথ জয়সুরিয়ার। সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। শিকার করেছেন ১২টি উইকেট। গল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ইনিংস এবং ৩৯ রানে জিতেছে স্বাগতিকরা।

অভিষেকে রেকর্ড বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জয়সুরিয়া। স্বীকৃতি হিসেবে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও রেখেছে শ্রীলঙ্কা। এছাড়া করোনা থেকে সুস্থ হওয়ায় দলে ফেরানো হয়েছে দুনিথ ওয়েলেলাগেকে।

বাবর আজমদের বিপক্ষে গলেই প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুলাই। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থকে। ভেন্যু রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: 
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা, প্রবাথ জয়সুরিয়া, দুনিথ ওয়েলেলাগে, জেফরি ভ্যান্ডারসে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি