ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে নাস্তানুবুদ হওয়ার পর ওয়ানডে সিরিজ শুরু হতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়া টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে।

সেই লক্ষ্যেই শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচটা বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার হলেও রেকর্ড টানা ১১ ম্যাচ জয়ের হাতছানি টাইগারদের সামনে। 

এই ম্যাচের আগে অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েকটি পরিবর্তনের ইংগিত দিলেও সেই পথে হাঁটেনি ম্যানেজমেন্ট। যদিও পেসার শরিফুল ইসলামের পরিবর্তে সুযোগ দেয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।

বাংলাদেশ একাদশের মতো ওয়েস্ট ইন্ডিজ একাদশেও থাকছে একটি পরিবর্তন। ওপেনার কাইল মায়ার্সকে বসিয়ে ক্যারিবীয়রা এই ম্যাচে সুযোগ দিচ্ছে কেসি কার্টিকে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
শাই হোপ (উইকেট-রক্ষক), কেসি কার্টি, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হুসেইন।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসাইন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি