শফিকের শতকে গল জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান
প্রকাশিত : ১৯:২৫, ১৯ জুলাই ২০২২
শতক হাঁকানো শফিককে বাবরের অভিনন্দন
প্রবাথ জয়াসুরিয়ার মায়াবী স্পিনই এখনও পর্যন্ত শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা। পাকিস্তানের বিপক্ষে গল টেস্টে যদি কেউ অঘটন ঘটাতে পারেন, এই স্লো বাঁ-হাতি অর্থোডক্স স্পিনারই তা করতে পারেন। অভিষেকের পর টানা তিন ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেয়ার পর চতুর্থ ইনিংসেও এখন পর্যন্ত নিয়েছেন ২টি উইকেট।
তবে এই স্পিনারের ঘূর্ণি উপেক্ষা করে আবদুল্লাহ শফিকের অনবদ্য শতক ও বাবর আজমের অর্ধশতকে চড়ে এখন দুর্দান্ত এক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পাকিস্তান।
মঙ্গলবার গল টেস্টের চতুর্থ দিনে ৩৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন এই দুজন।
একে তো ৩৪২ রানের বিশাল লক্ষ্য। তার ওপর চতুর্থ ইনিংসে লঙ্কান স্পিনারদের মায়াবী স্পিন ছোবলের মুখে পড়তে হবে- সন্দেহ নেই। তবে পাকিস্তানি ব্যাটাররাও দৃঢ় প্রতিজ্ঞ। যেন এই রান তাড়া করবেই তারা। সেই লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে মাত্র তিনটি উইকেট হারিয়ে ২২২ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য পঞ্চম দিনে তাদের প্রয়োজন আরও ১২০টি রান।
অধিনায়ক বাবর আজম ৫৫ রান করে জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে গেলেও ৬ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ওপেনার আবদুল্লাহ শফিক। ২৮৯টি বল মোকাবিলা করে পাঁচটি চার ও একটি ছক্কায় খেলেছেন ১১২ রানের ইনিংস।
এর আগে ইমাম উল হকের সঙ্গে শুরুতেই গড়েন ৮৭ রানের ভিত গড়া জুটি। যেখানে বাঁহাতি ওপেনারের অবদান ছিল ৭৩ বলে ৩৫ রান। ওই সময় ইমাম রমেশ মেন্ডিসের শিকার হয়ে ফিরলে ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি সাবেক অধিনায়ক আজহার আলী।
মাত্র ৬ রান করে ফেরেন জয়াসুরিয়ার শিকার হয়ে। ফলে ১০৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে তৃতীয় উইকেটে শফিকের সঙ্গে মিলে ১০১ রানের অনবদ্য জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক বাবর।
সেই জয়াসুরিয়ার দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ১০৪ বল খেলা বাবরের ব্যাট থেকে আসে চারটি চারের সঙ্গে একটি ছয়ের মার। পরে চতুর্থ উইকেটে ১৭ রানের জুটি গড়ে আর কোনো বিপদ হতে না দিয়ে চতুর্থ দিন শেষ করেন শফিক ও মোহাম্মদ রিজওয়ান।
পঞ্চম দিন ডানহাতি ওপেনারের সঙ্গে ৭ রান নিয়ে ব্যাট করতে নামবেন এই উইকেটকিপার ব্যাটার।
এনএস//