ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুদ্ধ করতে যাচ্ছেন সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ না খেলে অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজ ছাড়েন তিনি। 

তবে আবারও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। উপলক্ষ্য ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলবেন।  আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে অ্যামাজন।

জিম্বাবুয়ে সফরেও যাচ্ছেন না বাংলাদেশ টেস্ট দলপতি। 

বিষয়টি নিয়ে যখন দেশের ক্রিকেটপ্রেমীর আলোচনায় মগ্ন তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের দুটি ছবি। 

মঙ্গলবার হঠাৎ করেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটি দিয়েছেন সাকিব। যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় যুদ্ধ করতে যাচ্ছেন সাকিব?

এর কারণ ছবি দুটিতে সাকিবের পরনে সুলতানি যুগের সেনাদের সমরাস্ত্র। ধাতবনির্মিত শক্ত বর্ম, ইস্পাতের হেলমেট ও হাতে তরবারি। 

ছবির লোকেশন বলছে, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের। যাই হোক, ছবি দুটি বেশ মনে ধরেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের।

ছবি দুটি পোস্টের পর ৯ ঘণ্টা পার হতেই ১ লাখ ৭৯ হাজারের বেশি রিএক্ট জমা পড়েছে। মন্তব্য জমা পড়েছে ১৩ হাজারের মতো। আর ছবি দুটি এখন পর্যন্ত শেয়ার হয়েছে ৯৯৭ বার।

অনেকের মতে, নতুন কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিতে এমন সৈনিক বেশে সামনে এসেছেন সাকিব। অচিরেই যা জানা যাবে।

কেউ কেউ আবার, ছবি দুটি নিয়ে মজা করেছেন।

অনেকেই বলেছেন, ভারতীয় সিনেমা ‘বাহুবলী-৩’ এর শুটিংয়ে ব্যস্ত সাকিব আল হাসান।

সাকিবকে ‘মোঘল সম্রাজ্যের নবাব’ আখ্যা দিয়ে অনেকে লিখেছেন, ক্রিকেটবিশ্বের নবাব সাকিব আল হাসান।

কেউ তাকে সুলতান বলেছেন। আবার তো কেউ তাকে রাজ দরবারের প্রধান প্রহরী বলে হেসেছেন।

মারিয়া মারিন নামে একজন আবেগী বার্তা দিয়েছেন, ‘আপনাকে আর কত রুপে দেখব ভাই। আর যায় বলুন না কেন একমাত্র লাল সবুজের জার্সিতেই আপনাকে দারুণ লাগে।’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি