ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়ান গেমসের নতুন সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

করোনায় স্থগিত হওয়া এশিয়ান গেমসের নতুন সূচি প্রকাশ করেছে আলিম্পিক কাউন্সিল অব এশিয়া। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। 

এশিয়ান গেমসের ১৯তম আসরটি এ বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। তবে চীনের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় মে মাসে আসরটি ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেছিল ওসিএ। 

নতুন সূচিতে চীনের হাংজোতে আগামী বছরের ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ওসিএ জানিয়েছে, অন্য কোন বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সে কারণেই এশিয়ান গেমসের নতুন এই তারিখ বেছে নেয়া হয়েছে। 

পুরো এশিয়া মহাদেশ থেকে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নিয়ে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি