ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনায় লেভানদোস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২১ জুলাই ২০২২

রোবার্ট লেভানদোস্কি

রোবার্ট লেভানদোস্কি

Ekushey Television Ltd.

৫০ মিলিয়ন ইউরোতে ২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেভানদোস্কি। স্প্যানিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃবিতে চুক্তির বিষয় নিশ্চিত করে বার্সেলোনা জানিয়েছে, ট্রান্সফার বিষয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে সব ধরনের সমঝোতা হয়েছে। ৪৫ মিলিয়নের সঙ্গে বোনাসসহ অন্যান্য আনুষাঙ্গিক ব্যয় মিলিয়ে মোট ৫০ মিলিয়ন ইউরোতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। 

এর তিন দিন আগে লেভার ব্যাপারে সমঝোতার ইঙ্গিত দিয়েছিল বায়ার্ন ও বার্সেলোনা। আগামী চার মৌসুম লেভা লা লিগায় কাতালান জায়ান্টদের হয়ে খেলবেন। 

আজই প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে থাকা বার্সেলোনায় নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিবেন ৩৩ বছর বয়সী গোল মেশিন লেভানদোস্কি। 

এবারের গ্রীষ্মে চতুর্থ খেলোয়াড় হিসেবে বার্সেলোনার সঙ্গে চুক্তি করলেন লেভানদোস্কি। এর আগে এসি মিলান থেকে ফ্যাংক কেসি, চেলসি থেকে আন্দ্রেস ক্রিস্টেনসেন ও লিডস থেকে রাফিনহা বার্সেলোনায় যোগ দিয়েছেন। 

২০২৩ সালে লেভানদোস্কির সঙ্গে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা ছিল। পোল্যান্ডের এই সুপারস্টারকে দীর্ঘমেয়াদে ধরে রাখার কোনো আগ্রহ দেখায়নি বায়ার্ন। গত মৌসুমের শেষে মাত্র এক বছরের জন্য তার চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়। এমনকি বেতন নিয়েও অখুশী ছিলেন এ তারকা ফুটবলার। কোচ জুলিয়ান নাগলসম্যানের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছিল না।

একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ৮টি বুন্দেসলিগা শিরোপা জিতে আট বছরের সম্পর্ক শেষে বায়ার্ন ত্যাগ করেন পোলিশ তারকা লেভানদোস্কি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি