ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জিতল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৩ জুলাই ২০২২

রোমাঞ্চকর ম্যাচটির শেষ বলের সমীকরণ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে পাঁচ রান। মোহাম্মদ সিরাজের দারুণ ইয়র্কার ঠিক মতো খেলতে পারলেন না রোমারিও শেফার্ড। শেষমেশ ৩ রানের আক্ষেপে পুড়ল ক্যারিবীয়রা। 

ঝড়ো ব‍্যাটিংয়ে নাটকীয় জয়ের আশা জাগিয়েও হতাশা নিয়েই ফিরলেন রোমারিও শেফার্ড। তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

শুক্রবার পোর্ট অব স্পেনে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবীয় অধিনায়ক নিকলাস পুরান। শ্বাসরুদ্ধ উত্তেজনার ম্যাচটিতে ৩০৯ রানের লক্ষ‍্য দিয়ে ক‍্যারিবিয়ানদের ৩০৫ রানে থামিয়ে দিয়েছে ভারত।

অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে থামেন শিখর ধাওয়ান। তবে সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। তার সঙ্গে ফিফটি করেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারও।

পাওয়ার প্লেতে ৭৩ রান তোলেন ধাওয়ান ও গিল। রান আউটে ভাঙে ১১৯ রানের উদ্বোধনী জুটি। পুরানের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দিলে বিদায় নেন গিল। ৫৩ বলে খেলা তার ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস গড়া দুই ছক্কা ও ছয় চারে।

শ্রেয়াসের সঙ্গে ধাওয়ানের ৯৪ রানের আরেকটা চমৎকার জুটিতে বড় সংগ্রহের ভিত পায় ভারত। এক সময়ে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ২১৩।

পরপর দুই ওভারে দুই থিতু ব‍্যাটসম‍্যানকে বিদায় করে ভারতকে বড় একটা ধাক্কা দেন গুডাকেশ মোটি। বাঁহাতি এই স্পিনারের বলে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন ধাওয়ান। থামে তিন ছক্কা ও ১০ চারে খেলা তার ৯৯ বল স্থায়ী ৯৭ রানের ইনিংস।

পরের ওভারে শ্রেয়াসকে বিদায় করেন মোটি। ভারতীয় টপ অর্ডার ব‍্যাটসম‍্যান পাঁচ চার ও দুই ছক্কায় ৫৭ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

ক‍্যারিবিয়ানদের দারুণ বোলিংয়ে শেষ ১৫ ওভারে ৮৩ রান যোগ করতে পারে ভারত। শেষের দিকে প্রত‍্যাশিত ঝড় তুলতে পারেননি কেউই।

সূর্যকুমার যাদব (১৩), সাঞ্জু স্যামসন (১২) দ্রুতই ফেরেন। এরপর দীপক হুদা আর অক্ষর পাটেলের ২০ রানের ইনিংসে কোনোক্রমে ৩০০ পার করে ভারত। উইন্ডিজের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৩০৯ রানের।

রান তাড়ায় শুরুতেই শেই হোপকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কাইল মায়ার্সের ৭৫, শামার ব্রুকসের ৪৬ রানের ইনিংস ভারতকে চাপে রেখেছিল উইন্ডিজ। তবে দুই ওভারের ব্যবধানে ব্রুকস আর মায়ার্সের দুই জনই বিদায় নেন।

শার্দুল ঠাকুরের সাদামাটা এক ডেলিভারিতে সীমানায় ক‍্যাচ দিয়ে ভাঙে ১১৭ রানের জুটি। ভারতীয় পেসারের পরের ওভারে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মেয়ার্স। ৬৮ বলে ১০ চার ও এক ছক্কায় বাঁহাতি এই ওপেনার।

দুই ছক্কা মারলেও বিশের ঘরেই বিদায় নেন অধিনায়ক পুরান। দুই অঙ্কে যেতে পারেননি রভম‍্যান পাওয়েল। ৬৬ বলে দুটি করে ছক্কা ও চারে ৫৪ রান করে ফিরে যান ব্র‍্যান্ডন কিং।

আকিল হোসেনকে নিয়ে দলকে লড়াইয়ে ফেরান শেফার্ড। আশা জাগান শেষ ওভারে ১৫ রানের সমীকরণ মেলানোর। কিন্তু সিরাজের করা সেই ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পারে কেবল ১১ রান।

ফলে সিরিজের প্রথম ম্যাচটা জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি