ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রোটিয়াদের ৮৩ রানে গুটিয়ে সমতায় ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৩ জুলাই ২০২২

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো বাটলারের দল। ইংলিশ বোলারদের তোপে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৯ ওভারে ২০১ রান করে ইংলিশরা। 

তারাও পড়েছিল প্রোটিয়া বোলারদের তোপে। ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

তবে লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন লিয়াম লিভিংসটন। এছাড়া স্যাম কারেন ৩৫ আর জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২৮ রান। 

ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসির।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আদিল রাশিদ, মইন আলি ও টাপলিদের বোলিং তোপে মাত্র ৮৩ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। 

৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ২৭ রানে তারা হারায় ৫ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম এই তিনজন শূন্য রানে আউট হন।

শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রান না করলে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারীদের।

রাশিদ তিনটি, মইন আলি ও রেস টপলি নেন দুটি করে উইকেট।

 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি