রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা
প্রকাশিত : ১১:২৫, ২৪ জুলাই ২০২২ | আপডেট: ১১:২৬, ২৪ জুলাই ২০২২
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে ভর করেই চির প্রতিদ্বন্দ্বীকে হারাল কোচ জাভি হার্নান্দেজের দল।
বাংলাদেশ সময় রোববার (২৪ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।
শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২৭ মিনিটে নতুন সাইনিং ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া চেষ্টা চালিয়েও কাজে লাগাতে পারেনি কার্লো অ্যানচেলত্তির দল।
বার্সেলোনার ব্যবধান আরও বড় হতে পারতো। কিন্তু রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়ে যান রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বার্সার একের পর এক আক্রমণ ফিরিয়ে দিয়ে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন এ বেলজিয়ান তারকা।
ফলে প্রথমার্ধের এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
আগের ম্যাচ শেষ করে রাফিনহা জানিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে চান তিনি। সে চাওয়া পূরণ করলেন অবিশ্বাস্য এক গোল করে।
এদিকে, এরলিং হ্যাল্যান্ডের একমাত্র গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এএইচ