ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাফ ফুটবলে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৫ জুলাই ২০২২

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

ভারতের ভুবেনেশ্বরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। পাঁচ দেশের চ্যাম্পিয়নশিপটি হবে লিগ পদ্ধতিতে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়া ভারত, মালদ্বীপ ও নেপাল অংশ নিচ্ছে এবারের আসরে। প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ। 

পয়েন্ট টেবিলের সেরা দুই দল যাবে ফাইনালে। 

গত আসরের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছিলো লালসবুজ যুবারা। সেই আত্মবিশ্বাসে এবারও জয় দিয়েই আসর শুরু করতে চায় বাংলাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি