ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের, হারাল শ্রীলঙ্কাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ২৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজুলের দর্শনীয় গোলে জয় পেয়েছে লাল-সবুজের দলটি।

সোমবার (২৫ জুলাই) রাতে ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। কখনও দুই উইং দিয়ে আক্রমণ হয়েছে। কখনও সেট পিস থেকে। তবে প্রথমার্ধে কোনও গোল আসেনি। 

লাল-সবুজ দলের ‘নাম্বার নাইন’ পিয়াস আহমেদ একাই কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি। বিপরীতে শ্রীলঙ্কা অনেকটাই প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে।

পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি নষ্ট করেছেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ। তিনি বক্সে ঢুকে শ্রীলঙ্কার গোলরক্ষক শেন বানুকা ক্রুসের গায়ে বল মেরে দেন।

২০ মিনিটে রফিকুল ইসলামের হেড বাইরে চলে যায়। ৩৩ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে নোভা। ডান দিক থেকে উড়ে আসা ক্রসে নেওয়া তার শট বাইরে চলে যায়।

৫১ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ফরোয়ার্ড থেসান থুসমিকার জোরালো শট গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান।

বাংলাদেশ প্রত্যাশিত গোলটি পায় ৭১ মিনিটে। শাহিন মিয়ার আড়াআড়ি পাস থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা মিরাজুল।

আগামীকাল বুধবার (২৭ জুলাই) ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবশেষ ২০১৯ সালে এ প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। ভারতের কাছে হেরে সেবার রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার রাউন্ড রবিন লিগে তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিরাজুল।

এক বার্তায় মিরাজুল জানালেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ অনুভব করার কথা। ভারত ম্যাচে ‘আরও ভালো কিছু’ চান এই তরুণ ফরোয়ার্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি