ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্রীলঙ্কার চ্যালেঞ্জের মুখে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৭ জুলাই ২০২২

পাকিস্তানের সামনে টেস্ট ইতিহাসের নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা থেকে ৪১৯ রানে পিছিয়ে আছে পাকিস্তান। জিততে হলে  নতুন ইতিহাস গড়তে হবে বাবরের দলকে।

স্বাগতিকদের দেয়া ৫০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ৪২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর আলো স্বল্পতা আর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। 

দিনশেষে বাবর আজম ২৬ ও ইমাম-উল-হক অপরাজিত আছেন ৪৬ রানে। পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ৪১৯ রান। 

এর আগে, ৫ উইকেটে ১৭৬ রান দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ধনঞ্জয়া ডি-সিলভার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৬০ রানে ইনিংস ঘোষণা করে দিমুথ করুণারত্মের দল। 

অধিনায়ক দিমুথ করুনারাত্নে খেলেছেন ৬১ রানের ইনিংস। ধনঞ্জয় ডি সিলভা ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে করেছেন ১০৯ রান। রমেশ মেন্ডিস ৪৫ রানে অপরাজিত থাকেন।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৬০ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৪৭ রানের লিডসহ পাকিস্তানের সামনে এখন লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৮ রানের। 

যা এখন পর্যন্ত করতে পারেনি কোনো দল।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে এ কীর্তি গড়েছিল তারা। গল টেস্ট জিততে হলে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি