ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা জিম্বাবুয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৯ জুলাই ২০২২ | আপডেট: ০৯:০২, ২৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। ইনজুরির কারণে এ দলে নেই তেন্দাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি। 

চাতারার গলার হাড়ে চিড় ধরা পড়েছে। অন্যদিকে মুজারাবানি ভুগছেন মাসল ইনজুরিতে। এ দুজন না থাকায় ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন ভিক্টর নিয়াচু।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল

রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেগ আরভিন, লুক জংউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মেধভেরে, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুনিওঙ্গা টনি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াচু, সিকান্দর রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

বাংলাদেশের টি-টোয়েন্ট দল

মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি