ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কাবুলে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যেই আত্মঘাতী বিস্ফোরণ, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২৯ জুলাই ২০২২

আফগানিস্তানের ঘরোয়া জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ শাপাগিজার একটি ম্যাচ চলাকালেই কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটলো ভয়াবহ এক আত্মঘাতী বিস্ফোরণ। যাতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির সাংবাদিক আব্দুল্লাহ ওমেরি জানিয়েছেন, আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে। তখন লিগের ম্যাচ চলছিল। বিস্ফোরণের ঘটনায় অনেকে আহত হয়েছেন।

তবে স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নাসিব খান জাদরান বলেন, ‘কাবুল স্টেডিয়ামের ওই বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। তবে খেলোয়াড় কিংবা বিদেশিদের কারো কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

ওই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দর্শক সারি থেকে। তবে কোনও ক্রিকেট স্টাফ বা বিদেশি কেউ হতাহত হননি।      

ওই বিস্ফোরণের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে দর্শক সারির লোকজন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য হুড়োহুড়ি করছেন। সূত্র-এবিপি নিউজ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি