ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিষেকেই টস হারলেন সোহান, বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ১৬:৫৭, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে অধিনায়কত্বের অভিষেকে টসে হেরে গেলেন নুরুল হাসান সোহান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টিতে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে তারুণ্যনির্ভর দল সাজিয়েছে বাংলাদেশ। যে দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছেন সোহান।

দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দেয়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের কেউই নেই এ সিরিজে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে একঝাঁক তরুণ ও নতুন ক্রিকেটারকে পাঠানো হয়েছে জিম্বাবুয়েতে।

ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্যনির্ভর দল সাজানোর পরিকল্পনা থেকেই জিম্বাবুয়েতে বিশ্রাম দেয়া হয়েছে সব অভিজ্ঞদের।

তবে পরিকল্পনা যাইহোক, নতুন অধিনায়ক সোহানের সহজ কথা, সিরিজ জিততেই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন তারা। দলে তরুণ বা অপরীক্ষিত খেলোয়াড়দের উপস্থিতি থাকলেও, তারা যে জিম্বাবুয়ে শিখতে গেছেন- মোটেও তা নয়।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে শোনা গেল সোহানের দৃপ্ত কণ্ঠ, ‘আমরা জানি সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তবে সেজন্য আমরা তৈরি। আপনি হয়তো বলতে পারেন এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসাইন শান্ত, মুনিম শাহরিয়ার, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোসাদ্দেক হোসাইন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি