ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ব্যর্থ মুনিম, ঝড় তুলে ফিরলেন লিটনও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের বিশাল স্কোর গড়েছে জিম্বাবুয়ে। রান রেট ঠিক দশের ওপরে। এমন ম্যাচে প্রথম ওভারে মাত্র ৫ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আবার বিদায় নেন ওপেনার মুনিম শাহরিয়ার। যাতে শুরুতেই বিপদে পড়ে সফরকারী দল। 

এ অবস্থায় এনামুল হক বিজয়কে নিয়ে ব্যাটে ঝড় তুলছেন লিটন দাস। টি-টোয়েন্টি ক্রিকেটে এদিন প্রবেশ করলেন এক হাজার রানের ক্লাবে। তবে ১৯ বলে ৬টি চারের মারে ৩২ রান করে রান-আউটে কাটা পড়ে তিনিও ফেরেন দলীয় ৬৩ রানে, ৭ম ওভারে। 

অন্যপ্রান্তে ১৪ রান নিয়ে ক্রিজে আছেন বিজয়। তাকে সঙ্গ দিতে এসেছেন শান্ত। যার ফলে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে ২০৬ রানের লক্ষ্যে ছোটা বাংলাদেশ।

এর আগে ৮টি বল খেলে মাত্র ৪ রান করে ফেরেন মুনিম। তার আগের তিনটি ম্যাচের স্কোরগুলো ছিল ‘১৭, ৪ ও ২’।

দলীয় ৫ রানে ভেঙেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। মুনিমের উইকেট নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। লিটন দাস ব্যাট করছেন ১ রানে। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন এনামুল হক বিজয়।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে চাকাভা ও আরভিন মিলে তাসকিনের প্রথম ওভারে ৮ রান তোলেন। নাসুম ইনিংসের দ্বিতীয় ওভারে দেন মাত্র ৪ রান। রোডেশীয় শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৮ রানে ফিরিয়ে দেন ওপেনার চাকাভাকে। ক্রেইগ এরভিনের উইকেট নেন মোসাদ্দেক। ১৮ বলে এরভিন করেন ২১ রান। এরপর ওয়েসলে মাধেভেরে ও শন উইলিয়ামস মিলে গড়েন ৫৬ রানের জুটি।

উইলিয়ামস ৩৩ রান করে ফিরে গেলেও দুর্দান্ত ব্যাট করেন মাধেভেরে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার আগে তিনি সিকান্দর রাজাকে নিয়ে গড়েন আরও ৯১ রানের জুটি। হাফসেঞ্চুরি তুলে নেন এই দুজনেই। ৪৬ বলে ৯ চারে ৬৭ করেন মাধেভেরে। মাত্র ২৬ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাজা।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন দুই উইকেট। একটি উইকেট পান সৈকত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি