ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ধারে মার্সেইতে যোগ দিলেন তাভারেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৩১ জুলাই ২০২২

আর্সেনাল থেকে এক বছরের ধারে ফরাসি ক্লাব মার্সেইতে যোগ দিয়েছেন পর্তুগীজ লেফট-ব্যাক নুনো তাভারেস। 

রোববার দুই ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

২২ বছর বয়সী এই ডিফেন্ডার গত বছর বেনফিকা থেকে প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালে যোগ দিয়েছিলেন। এক মৌসুমে গানার্সদের হয়ে ২৮ ম্যাচ খেলে এক গোল করেন তাভারেস। 

ইনজুরি আক্রান্ত স্কটিশ ফুল-ব্যাক কিয়েরান টিয়ারনির ব্যাক-আপ হিসেবেই মূলত আর্সেনালে ব্যবহৃত হয়েছেন তাভারেস। মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি থেকে ইউক্রেনিয়ান লেফট-ব্যাক ওলেক্সান্দার জিনচেনকোকেও দলে টেনেছে আর্সেনাল। 

আগামী শুক্রবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে মিকেল আর্তেতার আর্সেনাল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি