ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৪৮, ৩ জুলাই ২০১৭

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিশ্চিত। আর এ সুখবরটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, ৩০ সেপ্টেম্বরের আগে র‌্যাংকিংয়ে শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ। ফলে বাছাইপর্বে খেলতে হবে না টাইগারদের।
এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলোই সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ। তবে টাইগারদের বিশ্বকাপ খেলা যে নিশ্চিত তা বোঝা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতেই। টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসে বাংলাদেশ। এরপর ভারতের কাছে দুই ওয়ানডেতে উইন্ডিজের হার আর জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার হারে নিরাপদ জায়গায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ খবরটিই জানালেন বিসিবি সভাপতি।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে নতুন দলপতি নিয়োগ দেয়া হবে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর দেন বিসিবি সভাপতি।
নির্ধারিত সূচিতেই অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করবে বলেও আশার কথা জানান নাজমুল হাসান পাপন।


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি